ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৯

চীনে করোনার দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন   

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১১ ১৮ জুন ২০২০  

চীনের রাজধানী বেইজিংয়ে বড় একটি পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ছয় দিনে সেখানে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট।

এ ছাড়া বৃহত্তর এ শহরটিতে প্রতিদিন অন্তত ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পুরো শহরেই লকডাউন জারির চিন্তা করছে দেশটির সরকার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল। তবে সামগ্রিকভাবে দেশের অন্যান্য অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছিল চীন। এ বছর জানুয়ারি মাসে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল চীন।

এরই মধ্যে খোদ রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। ইতোমধ্যে ৩০টি আবাসিক এলাকা পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। সোমবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে ইনডোর গেম ও বিনোদন কেন্দ্র। বুধবার ট্যাক্সি পরিষেবাও বন্ধ করে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বেইজিং শিক্ষা কমিশন।

শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করছে তারা। প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া সব রেস্তোরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও পরীক্ষার আওতায় আনা হবে। দ্বিতীয় দফায় ভাইরাসটির বিস্তার ঠেকাতে নগর কর্তৃপক্ষ বেইজিংয়ের একাংশ ফের লকডাউন করেছে। যে বাজার থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে গত শনিবার ওই বাজারটি বন্ধ করা হয়।

এ ছাড়া বাজারটিতে গেছেন এমন সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর